03/17/2025 মণিরামপুরে সাবেক এমপি খাঁন টিপু সুলতানের মৃত্যু বার্ষিকী পালিত
মণিরামপুরে সাবেক এমপি খাঁন টিপু সুলতানের মৃত্যু বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট ২০২১ ১৪:৪৫
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও বর্ণাঢ্য রাজনীতিক ৮৯, যশোর-৫, মণিরামপুর আসনের সংসদ সদস্য প্রয়াত এ্যাড. খাঁন টিপু সুলতানের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মরহুমের পৌর শহরের বাসভবনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অরবিন্দু হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষ, মনিরুজ্জামান মিল্টন, সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, আওয়ামীলীগ নেতা হাশেম আলীসহ স্থানীয় আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, যশোর তথা দক্ষিণবঙ্গের জনপ্রিয় নেতা সাবেক সংসদ সদস্য এ্যাড. খাঁন টিপু সুলতান মস্তিস্কের রক্তক্ষরণ জনিত কারণে গুরুত্বর অসুস্থ্য হয়ে ৪দিন মৃত্যুর সহিত পাঞ্জালড়ে চিকিৎসারত অবস্থায় ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ২০১৭ সালের ১৯ আগষ্ট রাত ৯টার দিকে মণিরামপুর বাসিকে কাঁদিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছিলেন না ফেরার দেশে।