03/17/2025 মণিরামপুরে দু’ভাইয়ের দাফন সম্পন্ন ॥ পরিবারে শোকের মাতম
মণিরামপুরে দু’ভাইয়ের দাফন সম্পন্ন ॥ পরিবারে শোকের মাতম
নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট ২০২১ ১৫:৩০
তাজাম্মূল হুসাইন: শাহাবুদ্দীন (৪০) ও মঈন (৩৫) আপন দুই ভাই। জীবিকার তাগিদে প্রতিদিনের ন্যায় সোমবার সকালে মোটর সাইকেল যোগে বাড়ি হতে বের হন তারা। মণিরামপুর বাজার মুখী আসার পথিমধ্যে সুন্দলপুর বাজার নামক দিপ্র বিক্সস ভাটার সামনে পৌছুলে সড়ক দূর্ঘটনায় এই দুই ভাইকে পাড়ি জমাতে হয় না ফেরার দেশে। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার উপজেলার মাঝ লাউড়ী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহাবুদ্দীন ও মঈনের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। নিজের দুই ছেলেকে হারিয়ে বিলাপ করছেন মা। শাহাবুদ্দীন ও মঈনের স্ত্রী-সন্তানদের চোখের জল তো কিছুতেই থামছে না। কোনো স্বান্তনাই যেনো যথেষ্ঠ নয় তাদের জন্য। এই দু’জনের মৃত্যুতে পুরো গ্রামজুড়েই যেনো শোকের ছায়া নেমে এসেছে। নিহত শাহাবুদ্দীনের এক ছেলে, এক মেয়ে ও নিহত মঈনের এক ছেলে রয়েছেন। এমন মর্মান্তিক মৃত্যুর খবর শুনে তাদের বাড়িতে ছুটে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ আশ পাশের গন্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে, নিহত শাহাবুদ্দীন ও মঈনের নামাজের জানাজা বিকাল ৩ ঘটিকার সময় লাউড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরেই দু’ভাইয়ের দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, সোমবার সকালে উপজেলার মাঝ লাউড়ী গ্রামের আপন দু’ভাই শাহাবুদ্দীন ও মঈন একই মোটর সাইকেলে মণিরামপুর বাজার মুখী আসছিলেন। সকাল ৯টায় সুন্দলপুর বাজার নামক দিপ্র বিক্সস ভাটার সামনে পৌছুলে বিপরীত দিক থেকে সাতক্ষীরা গামী মামুন পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বড় ভাই শাহাবুদ্দীনের মৃত্যু হয়। এসময় গুরুত্বর অবস্থায় ছোট ভাই মঈনকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে মধুখালী পৌঁছুলে বিকাল ৪টার দিকে মারা যান মঈন।