11/09/2025 মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় এক ভাই নিহত, আরেক ভাই গুরুতর আহত
নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২১ ০৯:৪৯
প্রত্যক্ষদর্শী স্থানীয় সুন্দলপুর বাজারের ব্যবসায়ী ও সমাজকর্মী আশিক হোসেন ও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ওয়াদুদুর রহমান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে শাহাবুদ্দীন ও মঈনুর রহমান একই মোটরসাইকেল যোগে মনিরামপুর বাজারে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে সাতক্ষীরাগামী মামুন পরিবহন তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে শাহাবুদ্দীনের মৃত্যু হয়। গুরুতর আহত মঈনুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা শুনে পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌছায়ে লাশ ও পরিবহন পুলিশ হেপাজাতে থানায় আনা হয়েছে।