মণিরামপুর প্রতিনিধি।।
মণিরামপুরে বাসের চাকায় পৃষ্ট হয়ে শাহাবুদ্দীন (৪৫) নামে একজন নিহত হয়েছে। সোমবার সকালে যশোর সাতক্ষীরা সড়কে মনিরামপুর সুন্দলপুর নামক স্থানে মামুন পরিবহন "ঢাকা মেট্রো ব ১৪-৭৭০০ কোচ নং ১০৭ গাড়ির চাকায় আপন দুই ভাই পৃষ্ঠ হয়ে একভাই জায়গায় নিহত অপর ভাই গুরুতর আহত হয়। অনুসন্ধানে জানাযায় উপজেলার মাঝ লাইড়ী গ্রামের সিরাজুল ইসলাম( খোকার) বড় ছেলে এক্সিডেন্টে মৃত
শাহাবুদ্দীন ও তার ছোট ছেলে আহত মঈনুল ইসলাম একই মোটরসাইকেলে মনিরামপুরে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সুন্দলপুর বাজারের ব্যবসায়ী ও সমাজকর্মী আশিক হোসেন ও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ওয়াদুদুর রহমান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে শাহাবুদ্দীন ও মঈনুর রহমান একই মোটরসাইকেল যোগে মনিরামপুর বাজারে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে সাতক্ষীরাগামী মামুন পরিবহন তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে শাহাবুদ্দীনের মৃত্যু হয়। গুরুতর আহত মঈনুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা শুনে পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌছায়ে লাশ ও পরিবহন পুলিশ হেপাজাতে থানায় আনা হয়েছে।