03/17/2025 এস এম ইয়াকুব আলীর পক্ষে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত
এস এম ইয়াকুব আলীর পক্ষে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত
নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট ২০২১ ১৫:২৯
সমসাময়িক ডেস্ক: যশোরের মণিরামপুরে করোনা পরিস্থিতিতে মানবিকতার টানে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. মেহেদী হাসানে সহযোগিতায় ও যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলীর পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাংবাদিক তাজাম্মূল হুসাইন।
যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এই করোনাকালীন সময়ে অসহায়, হতদরিদ্র মানুষের পাশে ব্যক্তি উদ্যোগে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। ভবিষ্যতে আমার এ ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।