03/17/2025 গল্লামারীর প্রবেশ মুখে ময়লা আবর্জনার স্তূপ যেন জনগণের বন্ধু, দেখার কেউ নেই!
গল্লামারীর প্রবেশ মুখে ময়লা আবর্জনার স্তূপ যেন জনগণের বন্ধু, দেখার কেউ নেই!
নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট ২০২১ ১১:২২
মোঃ মানছুর রহমান (জাহিদ), বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা: নগরীর গল্লামারির প্রবেশ মুখে আবর্জনার স্তূপ এবং দুর্গন্ধময় পরিবেশ যেনো কালের স্বাক্ষী। নগরীর এত গুরুত্বপূর্ন একটা পয়েন্টের এমন করুন অবস্থা দেখে মনে হয় দেখার মতো এলাকায় কোনো যথাযথ কতৃপক্ষ নাই। নগরীর প্রবেশদ্বার গল্লামারীর মোড় এমন একটি পয়েন্ট যেখান থেকে রাজধানী ঢাকা সহ দেশের সকল জেলার সাথে পরিবহন যোগাযোগ রয়েছে। এছাড়াও এখন থেকে অনতি দূরে একাধিক ক্লিনিক ও স্কুল কলেজ ও খুলনা বিশ্ববিদ্যলয় অবস্থিত। খুলনা শহর থেকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সুন্দরবন ও অন্যতম বৃহত্তম মংলা সুমদ্র বন্দর ও ভোমরা স্থল বন্দরের যাতায়তের একমাত্র রাস্তা এটি। এখন থেকে যাওয়ার সময় দেশি ও বিদেশী পর্যটকরা এই ময়লার দুর্গন্ধে নাজেহাল। এমতবস্থায় বিষয়টি কতৃপক্ষের নজরে নিয়ে অতি দ্রুত যথাযত ব্যাবস্থার জোর দাবী জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যলয়ের ছাত্র ছাত্রীরা সহ পথচারী, রোড সংলগ্ন বসবাস কারী এলাকাবাসী ও দোকানপাট মালিকগন।