কে.এম আলী:মৃত্যুর ১৪ দিন পর লাশ দাফন হল প্রবাসী তোরাব আলী’র। তিনি যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের বারিক বিশ্বাসের পুত্র। জানা গেছে, সংসারের স্বচ্ছলতা আনতে তোরাব আলী ১৩ বৎসর পূর্বে মালয়েশিয়া পাড়ি জমান। সেখানে তিনি রাজধানী কুয়ালালামপুরে স্যান স্যান ফুড কোম্পানীতে শ্রমিক হিসাবে কাজ করতেন। প্রবাসে সংগ্রাম করে সংসারের অভাব মোচনে মৃত্যুর শেষ পর্যন্ত লড়াই করে অবশেষে ২৪ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান। মৃত্যুর ১৪দিন পর জটিল আইনি প্রক্রিয়া শেষে গতকাল তার লাশ দেশে ফিরিয়ে আনার পর সকাল ১১টায় জানাজা শেষে ধোপাদী গ্রামে নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।