03/13/2025 মসজিদে হতাহতের ঘটনায় মার্কিন দূতাবাসের শোক
মসজিদে হতাহতের ঘটনায় মার্কিন দূতাবাসের শোক
নিজস্ব প্রতিবেদক
৭ সেপ্টেম্বর ২০২০ ২৩:৫১
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
গতকাল ঢাকাস্থ চীনা দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় বলা হয়েছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তল্লা জেমস ক্লাব এলাকায় অবস্থিত বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ সম্পর্কে জেনে আমরা গভীরভাবে মর্মাহত হয়েছি। প্রার্থনায় সমবেত ধর্মপ্রাণ মুসলিম ভাইদের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। যারা আহত অবস্থায় আছেন সবার দ্রুত সুস্থতা কামনা করছি। বাংলাদেশে অবস্থিত গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাস শোকসন্তপ্ত পরিবারদের প্রতি গভীর সমবেদনা এবং দুর্ঘটনার শিকার সকলের প্রতি সংহতি জানায়।