04/20/2025 কবিতা "আবার যদি" কবি- অলিয়ার রহমান
নিজস্ব প্রতিবেদক
৪ আগস্ট ২০২১ ০৮:৩০
আবার যদি খোকা হতাম আমি বাবার সাথে ঘুরতে যেতাম মাঠে! চাইনা কভু খেলনা পেতে দামী তিলের খাজা কিনতে যেতাম হাটে। গাছের ডালে পাখির বাসা খুঁজে ছানার সাথে জমিয়ে দিতাম ভাব, সব ছানারা আমার কথা বুঝে কিচিরমিচির করতো কলরব। শীতের ভোরে খেজুর রসে রসে কাটতো আমার রোদ পোহাবার ক্ষণ, সন্ধ্যা বেলায় মায়ের পাশে বসে চিতই পিঠায় ব্যাকুল হতো মন । ফাগুন মাসে মাতাল হাওয়া এসে আমায় নিতো বিজন মাঠের বাঁকে, আমায় তারা অবাক ভালবেসে ফুল ফুটাতো গাছের শাখে শাখে। চৈত্র মাসে পুকুর জলে ডুবে জলে-কাদায় জুড়িয়ে যেতো মন, রোদে পোড়ার ক্লান্তি যেতো উবে বন্ধুরা সব থাকতো সারাক্ষণ । জৈষ্ঠ্যমাসে পাকা জামের ডালে কাটিয়ে দিতাম তপ্ত দুপুর বেলা, সেসব কথা ভুলবো কোনকালে? রক্তে যখন অতীত করে খেলা! আষাঢ় মাসে ধরতে যেতাম মাছ পুটি মাছের বিয়ের সময় হলে, স্রোতের টানে উঠতো মাছের নাচ সবাই কেমন খেলতো দলে দলে! ভাদ্র মাসে আসতো বাড়ি ধান নতুন ধানের পায়েস হতো বাড়ি , সবার মুখে ফুটতো সুখের গান কোথায় যাবো সেসব বাঁধন ছাড়ি? কার্তিক মাসে ব্যস্ত সবাই মাঠে রবি ফসল করতো সবাই চাষ, সবাই এসে থামতো খেয়ার ঘাটে এমনি ভাবেই কাটতো বারো মাস।
আবার যদি হতাম আমি খোকা আর কখনই হতাম না যে বড়ো, আমি হতাম সবার চোখে বোকা যতই তুমি সোনার মহল গড়ো।