মোঃ মানছুর রহমান (জাহিদ)বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা ।। খুলনা জেলার পাইকগাছায় জুয়া খেলা অবস্থায় পাইকগাছা থানা পুলিশ নগদ টাকা ও তাস খেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়িকে আটক করেছে। এ ঘটনায় পাইকগাছা থানায় জুয়া আইনে মামলা হয়েছে।জানা যায়, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্ৰামের সিদ্দিক মোল্লার দোকানের পিছনে জুয়া খেলা চলছিলো। এমন সংবাদের ভিত্তিতে ওসি এজাজ শফীর নেতৃত্বে ,এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নগদ টাকা ও তাস খেলার সরঞ্জামসহ ৫ জনকে হাতে-নাতে আটক করেন। আটককৃতরা হলো, ভিলেজ পাইকগাছা গ্রামের আঃ হানানের ছেলে তাজমির হোসেন(২১), জলিল বিশ্বাসের ছেলে এসানুর বিশ্বাস (২১), কুমারেশ সরকারের ছেলে দিপু সরকার (২০), খলিল মোড়লের ছেলে আমানুল্লাহ মোড়ল (২২), আমজেদ মোল্লার ছেলে হাবিবুল্লাহ মোল্যা (২৩) । এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী জানান, ধৃত জুয়াড়ীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিলো। শনিবার রাতে সংঘবদ্ধ চক্রের ৫জনকে আটক করে নিয়মিত মামলায় আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।