রংপুর বিভাগীয় ব্যাুরো প্রধান, ফিরোজ মাহমুদ।। ঈদের পর ফের ১৪ দিনের লকডাউন কঠোর বিধিনিষেধের দিন যত যাচ্ছে শহরের মানুষেরা ততই নানান অজুহাতে রাস্তায় বেরিয়ে পড়ছে,অপর দিকে আশপাশের উপজেলার হাট বাজার গুলো জনশূন্যে পরিনত হয়ে উঠছে, এবং গ্রাম অঞ্চলের দোকান পাটে মানুষজন গদাগদী করছে।রংপুর মহানগর এলাকা দেখা গেছে একটু ভিন্ন রকম।সিটি পৌর বাজার, ধাপ বাজার,টার্মিনাল বাজারে সকাল বেলা গাদাগাদী করে মানুষকে বাজার করতে দেখা যায়।আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট ও টহল থাকলেও সড়কে বেটারি চালিত অটোরিকশা ও বেড়েছ মানুষের চলাচল।বাজারের সামনে ফাঁকা থাকলেও ভিতরে কোথাও কোথাও মানুষের জটলা দেখা গেছে ।নানান অজুহাতে অকারণে বের হয়ে পর্যাপ্ত কারণ না দেখাতে পারায় অনেকেই দিচ্ছে জরিমানা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে।অপরদিকে উপজেলার হাট বাজার গুলো জনশূন্য হয়ে পড়েছে।গ্রামের অবস্থা অন্য রকম পাড়া মহল্লার ভিতর দোকান গুলোতে মানুষ ভরপুর। এছাড়াও রাস্তায় মোটর সাইকেলে সিঙ্গেল চড়ার কথা থাকলেও জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বেড় হচ্ছে তাদের অনেকে গাড়িতে একাধিক চড়তে দেখা গেছে। রংপুর মহানগরী এলাকায় বিভিন্ন চেকপোস্ট পয়েন্টে নিয়ম অমান্য করায় অনেকেই গুনতে হয়েছে জরিমানা।বিভিন্ন চেকপোস্টে দেখা যায়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে প্রতিটি গাড়িকে চেক করে ছাড়া হচ্ছে। আর যারা অজুহাত দেখাচ্ছেন সেখানেও গুনতে হচ্ছে জরিমানা।