11/09/2025 মণিরামপুর জুম্মার দিনে মসজিদে তালা, মুসল্লীরা নামাজ আদায় করলেন বারান্দায়
নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২১ ১১:৩৩
এদিকে জুমার নামাজের আগে মসজিদের ফটকে তালা দেওয়ার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এরপরই নানা সমালোচনা শুরু হয়। যদিও করোনা সংক্রমন রোধে লকডাউন মেনে মসজিদে জুমার জামাতে ২০ জন এবং ওয়াক্তিয়া নামাজে ৫ জন মুসুল্লির উপস্থিতিতে নামাজ আদায়ের জন্য নির্দেশনা জারি করেছে সরকার।
মসজিদের খতিব নিজাম উদ্দিন বলেন, ১২টা ২০ মিনিটের দিকে ইউএনও এসে আমাকে ডেকে কথা বলেন। তখন ভিতরে বাংলায় খুতবা চলছিল। ভিতরে মুসুল্লিরা ছিলেন বেশ ক'জন। তিনি হয়তো তালা দেওয়ার কথা বলেছেন। আমি স্পষ্ট না। তাঁর সাথে কথা বলে আমি ভিতরে চলে আসি। পৌনে একটার দিকে জামাত শুরু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মসজিদ কমিটির এক সদস্য বলেন, ইউএনও যখন আসেন তখন মসজিদের ভিতরে একশ মুসুল্লি উপস্থিত ছিলেন। তিনি সরকারি নির্দেশনা মানার কথা বলেন। আর যেন লোক ঢুকতে না পারে সেজন্য গেটে তালা দেওয়া হয়েছে।
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, আমি কেন্দ্রিয় মসজিদের সামনে গিয়ে খতিবের সাথে কথা বলেছি। তাঁকে সরকারি নির্দেশনা অনুসরণ করার কথা বলে চলে এসেছি। গেটে তালা মারার বিষয়টি বলতে পারব না। আমিওতো মুসলিম। নামাজ আদায় করি। এমন কথা আমি বলব কেন।
তথ্য সূত্রে - পূর্বপশ্চিম ডটকম