গহিন বনে জন্ম নিলো এমন একটি গাছ,যে গাছটির ছায়াতলে আমরা সকাল সাঁঝ।
সত্য-নিষ্ঠা খবর ভরা সেই গাছেরই পাতা,
আগাছা আর বিষ পাতা’রা পালালো যেন কোথা।
এক বছরে ফুলে-ফলে আকাশচুম্বি গাছ,
সাদামনের প্রজন্ম’রা ছাড়ছে না তাঁর পাছ।
দলে দলে আসছে মানুষ বসছে তাঁর ছায়ায়,
জ্ঞানের বিকাশ ঘটছে তাঁদের খবর-কবিতায়।
গাছের নীচের লুকানো সাপ ভয়ে জড়সড়,
কখন যেন ধেয়ে আসে কালবৈশাখি ঝড়।
ধরার বিষ সুরভি গাছে নিচ্ছে সব চুষে,
খবরে আজ লুটেরা’র কাঁপছে ফুসফুসে।
এমন দ্যুতিময় গাছের পালক ‘কবি শাহ্জালাল,
হিংসায় মরছে-আছে-যতো ভন্ড-কপট- দালাল।
গাছটি হলো মণিরামপুরের সত্য ন্যায়ের সৈনিক,
দুরন্ত এ গাছটির নাম ‘দৈনিক সমসাময়িক।’