04/21/2025 অভয়নগরে সরকারি রাস্তা সংস্কারে চরম অনিয়ম
অভয়নগরে সরকারি রাস্তা সংস্কারে চরম অনিয়ম
নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই ২০২১ ০৫:২৪
বিশেষ প্রতিনিধি।। যশোর অভয়নগর উপজেলার ১ নং প্রেমবাগ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পুড়াটাল সরকারি রাস্তা সংস্করের চরম অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, রাস্তা সংস্কারের কাজ হয়েছে কিন্তু রাস্তাটির প্রায় ২০০ ফুট অংশ রাস্তার পাশে থাকা একটা পুকুরের ভেতরে রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক
ওই গ্রামের কয়েকজন বলেন, ইট ভাটার মাটির ট্রলি যাতায়াতের কারণে রাস্তাটির আজ এমন দঁশা। তাছারা রাস্তার পাশে আইন না মেনেই কাটা হয়েছে পুকুর ফলে মাটি ভর্তি ট্রলির চাপে রাস্তাটার অধিকাংশ ভেঙে এখন পুকুরের ভেতরে চলে গেছে, ভোগান্তিতে পড়তে হচ্ছে এই রাস্তায় চলাচলকারী পথচারীদের। সম্প্রতি একটা ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তাটির সংস্কারের কাজ করলেও পুকুরের ভেতর ভেঙ্গে পড়া প্রায় ২০০ ফুট রাস্তা সংস্কার না করে চলে গেছে তারা। পরবর্তীতে ভাটা মালিকপক্ষ কিছু আদলা দিয়ে ভরাট করেছে মাটির ট্রলি যাতায়াতের জন্য। পুকুরের পারে দেওয়া হয়নি কোন প্রকার বাঁধ। বর্তমান পুকুরের অংশের য়ে অবস্থা তাতে রাস্তাটা দিয়ে ভ্যান, রিক্সা, মটরসাইকেল চলাচল অনুপোযোগী।
তাদের অভিযোগ ভাটা মালিক ও পুকুর মালিক উভয়ে প্রভাবশালী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সুসম্পর্ক থাকার দরুন কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলছে না।
ঠিকাদার প্রতিষ্ঠানের নাম অথবা ঐ প্রতিষ্ঠানের কোন ব্যাক্তি নাম জানতে চাইলে ৩ নং ওয়ার্ড সদস্য মোঃ আমিনুর রহমান বলতে পারিনি। রাস্তা সংস্কারে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাস্তাটা ইট সলিং হওয়ার কথা ছিল তবে সেখানে ইট সলিং না করলেও চলাচল উপযোগী করা হয়েছে।