03/17/2025 অভয়নগরে করোনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহয়তা প্রদান
অভয়নগরে করোনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহয়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২১ ১৪:৩৮
কে.এম আলী।।
যশোরের অভয়নগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে করোনা ও প্রাকৃতিক র্দুযোগে ক্ষতিগ্রস্থ ১৭০টি দরিদ্র পরিবারে মাঝে মানবিক সহয়তা নগদ ৫ শত টাকা করে প্রদান করা হয়েছে। ১৪ জুলাই (বুধবার) দুপুরে নওয়াপাড়া সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গনে এ সহায়তা দেওয়া হয়। উপজেলা নিবার্হী অফিসার মোঃ আমিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানবিক সহায়তা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক জিএম মনি প্রমুখ।