03/17/2025 মণিরামপুরে মৃত ব্যক্তির লাশ নিতে আসেনি স্বজনরা, চিতায় তুললেন গুরু মিন্টু'সহ পাঁচ মুসলিম যুবক
মণিরামপুরে মৃত ব্যক্তির লাশ নিতে আসেনি স্বজনরা, চিতায় তুললেন গুরু মিন্টু'সহ পাঁচ মুসলিম যুবক
নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই ২০২১ ০৯:৪২
মনিরামপুর (যশোর) প্রতিনিধি।।
মনিরামপুরের খানপুর সাতনল গ্রামের প্রফুল্ল সরকার (৬২) করোনা আক্রান্ত হয়ে মনিরামপুর হাসপাতালে মারা গেছেন বৃহস্পতিবার সন্ধ্যায়।
তিনঘন্টা লাশ হাসপাতালে পড়ে থাকলেও স্বজন বা সহজাতিরা কেউ এগিয়ে আসেননি। কোনো উপায় না পেয়ে খানপুর ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী ও মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম তাকওয়া টিমকে খবর দেন।
অবশেষে রাত নয়টায় ভ্যানে করে লাশ তাহেরপুর শ্মশানে নেন টিমের পাঁচ সদস্য। পরে যুবদলের সাবেক থানা সভাপতি আসাদুজ্জামান মিন্টু (গুরু নামে পরিচিত) ও পাঁচ যুবককে সাথে নিয়ে রাত ১২ টায় লাশের শেষকৃত্য সম্পন্ন করেন পৌর কাউন্সিলর বাবুলাল চৌধুরী।
এসময় বৃদ্ধর তিন ছেলে উপস্থিত থাকলেও তারা লাশে হাত দেননি। এগিয়ে আসেননি আত্মীয় স্বজন বা শ্মশান কর্তৃপক্ষও। প্রফুল্ল সরকার সাতনল গ্রামের মৃত রতন সরকারের ছেলে।
তাকওয়া টিমের যশোর জেলা সমন্বয়ক নাসিম খান বলেন, খবর পেয়ে আমাদের টিমের সদস্য আশরাফ ইয়াছিন, মাহমুদুল হাসান, মাওলানা সামছুজ্জামান, আবু হুরাইরা ও আসাদুল্লাহ আল গালিব লাশ হাসপাতাল থেকে নামিয়ে ভ্যানযোগে শ্মশানে নেন। পরে সদস্যরা লাশের গোসল দিয়ে চিতা সাজিয়ে তাতে তুলে দেন।
কাউন্সিলর বাবুলাল বলেন, কেউ এগিয়ে না আসায় রাতে লাশ এলাকার সাতগাতি শ্মশানে নিতে অপারগতা প্রকাশ করেন বৃদ্ধর ছেলেরা। পরে তাকওয়া টিমের সহায়তায় পৌরশহরের তাহেরপুর শ্মশানে লাশ আনা হয়। করোনার রোগী হওয়ায় শ্মশান কর্তৃপক্ষ এগিয়ে আসেননি। তাকওয়ার সদস্যরা লাশ চিতায় তুলে দিলে বিশ্বজিৎ শাহা নামে একজনকে সাথে নিয়ে রাত ১ টার দিকে শেষকৃত্য সম্পন্ন করি। এসময় আমাদের সাথে আরো উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার মোসাব্বিরুল ইসলাম রিফাত ও সাংবাদিক আব্দুল্লাহ সোহান।