মোঃ ওয়াজেদ আলী, স্টার রিপোর্টার যশোর।।
যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়ন ০৬ নং ওয়ার্ড কামাল পুর গ্রামের বাবুলের মাতা আমেনা বেগম'র (৭৬) ইন্তেকাল করেছেন।( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহী রাজিউন)। জানা যায়, তিনি দীর্ঘ যাবত শারীরিক ভাবে অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবারের দিন তিনি মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়লে ঔ দিন রাত অানুমানিক ৯টা ১০ মিনিটে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মারা জান। মৃত্যু কালে তিনি তিন ছেলে ও তিন মেয়ে নাতী নাতনি পুঁতা পুতনি আত্মীয় স্বজন অনেক গুনাহগারী রেখে গেছেন। মরহুমার জানাজা নামাজ শুক্রবার সকাল ১১ টার দিকে নিজ বাস ভবনে অনুষ্ঠিত হয়েছে। মরহুমার জানাজা নামাজ শেষে তাকে তার পারিবারিক করব স্থানে দাফন করা হয়। মরহুমার জানাজা নামাজ পড়ান সতীঘাট ক্যাডেট মাদ্রাসার মুহতামিম অজিল্হর রহমান। তার সাথে উপস্থিত ছিলেন, কামাল পুর গ্রামের আকসা মসজিদে ইমাম মোস্তাফিজুর রহমান কামাল পুর কেন্দ্রীয় মসজিদের ইমাম সাইফুল ইসলাম। মরহুমা জানাজা নামাজে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়নে ও বিভিন্ন জায়গায় থেকে আসা মুসল্লীরগণসহ স্হানীয় মুসল্লীগণ।