5560
03/17/2025
ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবে গ্রীষ্মকালীন ফল উৎসব
ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবে গ্রীষ্মকালীন ফল উৎসব
নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২১ ১৭:১৬
টঙ্গী প্রতিনিধি।।
টঙ্গীর ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবে গ্রীষ্মকালীন উৎসব
আয়োজন করা হয়। গত শনিবার বিকালে টঙ্গী প্রেসক্লাবের মিলনায়তন রুমে ফল উৎসব পালন করা হয়েছে। টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন রকমের গ্রীষ্মকালীন ফলের গন্ধে মুখরিত হয় টঙ্গী প্রেসক্লাব। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল্লাহ,টঙ্গী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিব রাজিব, টঙ্গী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হাসান মামুন, সিনিয়র সাংবাদিক কাজী রফিক, দৈনিক সমকাল পত্রিকার টঙ্গী প্রতিনধি আবু সালেহ মুসা, আনন্দ টিভি স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন, বিডি ক্লিন এর টঙ্গী জোনের আরিফ,নয়ন পাটোয়ারী, সাংবাদিক মাহবুবুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আকন্দ, আরিফ চৌধুরী, আলামিন, আসিবুল ইসলাম, নজরুল ইসলাম, টিটন কুমার ঘোষ,আশিক প্রমুখ।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]