03/17/2025 প্রবাসী মোঃ তৈয়েবুর রহমান তাকিব এর লেখা কবিতা- মেনে চলো লকডাউন
নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২১ ১৭:৩০
লকডাউনে বাসায় থেকো হবেনা আর বের, চেয়ে দেখো কোভিড হানা দিচ্ছে আবার ফের৷
জ্বরের সাথে সর্দি হলে সাবধান থেকো ভাই, গলা ব্যথার লক্ষণ থাকলে ওষুধ খাওয়া চাই৷
হাঁচির সময় কাপড় দিয়ে আটকে রেখো মুখ, সুস্থ্য দেহে খুঁজে পাবে আসল শান্তি সুখ৷
পরিবারের কারও শরীর যদি খারাপ হয়, ডাক্তার ডেকে ওষুধ নিবে করবে নাকো ভয়৷
অবহেলায় কেহ যদি মনে দুঃখ পাই, সারা জীবন থাকবে বিধে সেই কষ্ট যে ভাই৷
সময় থাকতে হও সচেতন বাঁচাতে এই দেশ, তুমি আমি থাকলে ভালো থাকবে সবাই বেশ৷