সমসাময়িক ডেস্ক: মণিরামপুর উপজেলার জামলা মাঝেরপাড়া বায়তুল জামে মসজিদ সংস্কারের জন্য নগদ অর্থ সহায়তা করেছেন যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। শনিবার এস এম ইয়াকুব আলীর পক্ষে মসজিদ কমিটির সভাপতি কাসেম বিশ্বাসের হাতে এ নগদ অর্থ তুলে দেন ব্যবসায়ী জিয়াউর রহমান।
এস এম ইয়াকুব আলী বলেন, ধর্মীয় উপাসনালয় একটি সামাজিক প্রতিষ্ঠান। ধর্মীয় অনুশাসন যে কোন খারাপ কাজ থেকে বিরত রাখে। মসজিদ হলো আল্লার ঘর যা ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম। সেই মসজিদকে আবাদ ও উন্নয়ন করা প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। অত্র উপজেলার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সিটি প্লাজার দান অব্যাহত রয়েছে। মহান সৃষ্টিকর্তা সুযোগ দিলে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।