5431
03/17/2025
মোঃ শাহ্ জালাল এর কবিতা- আষাঢ়ে বৃষ্টি
মোঃ শাহ্ জালাল এর কবিতা- আষাঢ়ে বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২১ ১৭:৫৮
ঋতুর বৈচিত্রতায় আষাঢ় দিনে
কিযে অপরূপ সাজে
প্রকৃতি বহুরূপে সেজেছে আজ
বৃষ্টিতে ভিজে ভিজে।
মনের ব্যাকুলতার মাতাল সুরে
আকাশে মেঘের নৃত্য
ইচ্ছে করেই আজ আষাঢ়ের
বৃষ্টিতে ভিজে আমি সিক্ত।
খানিকটা বৃষ্টি খানিকটা রৌদ্র
নিদারুণ শীতল ছায়ায়
ব্যাকুল করে মন প্রাণ জুড়িয়ে
আহ্ কি অপরূপ মায়ায়।
ঢাকা শহরের আষাঢ়ে বৃষ্টি
দেখতে লাগে যে ভাল
ঝমাঝম বৃষ্টি এলেই শুধু
রাস্তা ডুবে এলোমেলো।
আষাঢ়ের আকাশে জমেছে মেঘ
বসেছে মেঘের মেলা
তাইতো এই বৃষ্টির দিনেগুতে
উদাস মনে বিরহের খেলা।
বৃষ্টিমুখর দিনটিতে আমি আজ
চলছি একা একা
আনমনা হয়ে ভিজে দেখছি
জীবন কতোটা ফাঁকা।
লেখা- আষাঢ়ের দ্বিতীয় দিন ১৪২৮, সময়- বৃষ্টি ভেজা দুপুর ৩.৩০ মিনিট।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]