03/17/2025 প্রবাসী কবি মোঃ তৈয়েবুর রহমান তাকিব এর কবিতা- পাহাড় সম বাজেট
প্রবাসী কবি মোঃ তৈয়েবুর রহমান তাকিব এর কবিতা- পাহাড় সম বাজেট
নিজস্ব প্রতিবেদক
৬ জুন ২০২১ ০৪:৫৬
কোটি টাকার বাজেট দেখি
আমরা বছর শেষে,
তবু কেনো অনাহারে
মরছে মানুষ দেশে৷
কোটি টাকার হয়রে বাজেট
কত শত খাতে,
ধনীর মনে সুখের জোয়ার
আনন্দে তাই মাতে৷
নেতার মনে বেজায় খুশি
বাজেট অনেক টাকা,
মনটা খুলে ব্যাংকে এবার
যাবে অনেক রাখা৷
লক্ষ টাকা আসবে এবার
রাস্তা তৈরির কাজে,
সেই আনন্দে খুশির আমেজ
নেতার হৃদয় মাঝে৷
ইট বালি আর শ্রমিক খরচ
ক টাকাই বা লাগে,
কলম খাতায় লাভের হিসাব
রাখছে করে আগে৷
এমন বাজেট দেশের টাকা
নিত্য যায় রে ক্ষয়ে,
ভুক্ত ভোগী কয়না কথা
নেতার শক্তি ভয়ে৷