নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি।।

‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ এ প্রতিপাদ্যেকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দেশে বিশ্ব পরিবেশ দিবস ২০২১ পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় মণিরামপুরে টিফিনের টাকায় পরিচালিত সেচ্ছাসেবী সংগঠন ‘ঐক্য-বন্ধন’ শনিবার বৃক্ষরোপণের মাধ্যমে দিবসটি পালন করেছে। উপজেলার বিভিন্ন এলাকায় ঐক্যবন্ধনের সেচ্ছাসেবীরা ফলজ, বনজ ও ভেষজসহ বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষের চারা রোপন করে। এ সময়ে উপস্থিত ছিলেন ঐক্য-বন্ধনের কেন্দ্রীয়, সাধারণ সম্পাদক খন্দকার রিফাতুজ্জামান আলিফ, সদস্য মহাসিন আলী, খন্দকার মিটুল প্রমুখ।
ঐক্য-বন্ধনের সভাপতি মোঃ মাহামুদ হাসান সোহাগ বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্য করে দেশের বিপুল জনগোষ্ঠী বিশেষ করে বর্তমান প্রজন্ম জীববৈচিত্র সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে পরিবেশবাদীদের প্রত্যাশা করেন। তাছাড়া জাতিসংঘ পরিবেশ কর্মসূচি’র ঘোষণা অনুযায়ী ‘প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ প্রতিপাদ্যে এবং ‘প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি’ শ্লোগানে বিশ্বের বিভিন্ন দেশ এ বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করছে। সুতরাং পরিবেশ সংরক্ষণে যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব কিছু করলে ক্ষতি কি? তাই আসুন আমরা বৃক্ষরোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করি এবং সকলকে বৃক্ষরোপনে উৎসাহিত করি।