03/17/2025 যশোরে সরকারী জমির মাটি কেটে ভাটায় বিক্রির অভিযোগ
যশোরে সরকারী জমির মাটি কেটে ভাটায় বিক্রির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
২৭ মে ২০২১ ১৫:২৭
এম ওয়াজেদ আলী কুয়াদা (যশোর) প্রতিনিধি।। যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়ন ০৯ নং ওয়ার্ড সিরাজসিঙ্গা গ্রাম হাতিয়ার হাটে সরকারী জমির মাটি কেটে ভাটায় বিক্রির করার অভিযোগ উঠেছে। জানা যায়, কুয়াদা হাতিয়ার হাটে রেজাউল সরদার তিনি রামনগর ইউনিয়ন পরিষদের ভূমি অফিস থেকে সিরাজ সিঙ্গা গ্রাম হাতিয়ার হাটে মাদ্রাসার সংলগ্নে সরকারী খাস ০৮ শতক জমি নিজের নামে ডিসিয়ার কেটে নেয়। রেজাউল সরদার সেই জায়গায় জমির মাটি বিক্রি করে দেয় মথুরা পুর গ্রামের সাবেক ইউপি সদস্য ও মাটির ব্যবসায়ি শফিয়ার রহমানের কাছে বর্তমান মাটির ব্যবসায়িক সেই জায়গায় জমির প্রায় ১০ ফুট গভীর করে মাটি কেটে স্থানীয় ইটের ভাটায় বিক্রি করা হচ্ছে। সরকারি কোন নিয়মনীতি তোক্কা না করে কি ভাবে সেই জায়গায় জমির মাটি কেটে ভাটায় বিক্রি করা হচ্ছে। এ ঘটনার বিষয় এলাকায় চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মাঝে আলোচনা সমালোচনা দেখা যায়। এ বিষয় এলাকাবাসী রামনগর ইউনিয়ন পরিষদের ভূমি অফিসের কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন। এ বিষয় এলাকাবাসী তদন্ত পূর্বক প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেন।