03/17/2025 খুলনায় রডের আঘাতে রফিকুল দেওয়ান এর মর্মান্তিক মৃত্যু
খুলনায় রডের আঘাতে রফিকুল দেওয়ান এর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
২৬ মে ২০২১ ১৮:৫৫
খুলনা প্রতিনিধি।।
যশোরের মনিরামপুর তাহেরপুর গ্রামের খুলনায় ট্রাক্টর মেরামতের সময় লোহার রড এর আঘাতে রফিকুল দেওয়ান (৫৫) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রফিকুলের দেশের বাড়ি যশোর জেলার মণিরামপুরে। সে উপজেলার রাজগঞ্জের নৌয়ালী গ্রামের মজিত দেওয়ানের ছেলে। দীর্ঘদিন ধরে খুলনায় ট্রাক্টর চালতো রফিকুল ।
জানাযায়, মঙ্গলবার দুপুরে খুলনার দাকোপ উপজেলার পোদ্দারগঞ্জ এলাকায় ট্রাক্টর মেরামতের কাজ করছিলেন। অসাবধানতা বশত এসময় একটি লোহার রড আচমকা এসে রফিকুলের মাথার ডান পাশে আঘাত লাগে। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রফিকুল দেওয়ানে স্ত্রী ও দুই মেয়ে এবং এক ছেলে সহ অসংখ্য গুণি জন রেখে জান এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে থানা সূত্রে জানাগেছে,
এসময় তাহের পুর গ্রামের পৌর কাউন্সিলার আসাদুজ্জামান আসাদ মড়ল,, জানান এটা খুব দুঃখ জনক ঘটনা,,,, এই বলে তিনি শোক প্রকাশ করেন,এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু জানান তার ছোট ছোট বাচ্চা রেখে তিনি মৃত্যু বরণ মনিরামপুর ( যশোর) প্রতিনিধিঃ মনিরামপুর তাহেরপুর গ্রামের খুলনায় ট্রাক্টর মেরামতের সময় লোহার রড এর আঘাতে রফিকুল দেওয়ান (৫৫) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রফিকুলের দেশের বাড়ি যশোর জেলার মণিরামপুরে। সে উপজেলার রাজগঞ্জের নৌয়ালী গ্রামের মজিত দেওয়ানের ছেলে। দীর্ঘদিন ধরে খুলনায় ট্রাক্টর চালতো রফিকুল ।
জানাযায়, মঙ্গলবার দুপুরে খুলনার দাকোপ উপজেলার পোদ্দারগঞ্জ এলাকায় ট্রাক্টর মেরামতের কাজ করছিলেন। অসাবধানতা বশত এসময় একটি লোহার রড আচমকা এসে রফিকুলের মাথার ডান পাশে আঘাত লাগে। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রফিকুল দেওয়ানে স্ত্রী ও দুই মেয়ে এবং এক ছেলে সহ অসংখ্য গুণি জন রেখে জান এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে থানা সূত্রে জানাগেছে,
এসময় তাহের পুর গ্রামের পৌর কাউন্সিলার আসাদুজ্জামান আসাদ মড়ল,, জানান এটা খুব দুঃখ জনক ঘটনা,,,, এই বলে তিনি শোক প্রকাশ করেন,এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু জানান তার ছোট ছোট বাচ্চা রেখে তিনি মৃত্যু বরণ করেন।