03/17/2025 এক বছর দুই মাসের ব্যবোধানে মনিরামপুরের ৩ এসিল্যান্ড বদলি: মুখথুবড়ে পড়ছে ভূমি সেবা
এক বছর দুই মাসের ব্যবোধানে মনিরামপুরের ৩ এসিল্যান্ড বদলি: মুখথুবড়ে পড়ছে ভূমি সেবা
নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২১ ০৭:৫১
মোঃ শাহ্ জালাল।।
যশোরের মণিরামপুর উপজেলাতে সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) আসলেই কয়েক মাস যেত না-যেতেই বদলি করা হচ্ছে। এমন ঘটনা শুরু হয়েছে গতবছর ২৮ মার্চ থেকে। চলতি বছর (২৩ মে) পর্যন্ত মোট ৩ জন'কে দেওয়া হয়েছে এই বদলির আদেশে। অর্থাৎ গত এক বছর দুই মাসের ব্যবোধানে মণিরামপুর থেকে ৩ সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) বদলি করা হয়েছে। ফলে ভূমি সংক্রান্ত জটিলতা নিয়ে ভুগছেন এই জনপদের সাধারণ মানুষ। একদিকে লকডাইনে অফিস বন্ধ অন্যদিকে কমিশনার-ভূমি (এসিল্যান্ড) বদলি জনিত সমস্যায় দিনদিন মুখথুবড়ে পড়ছে ভূমি সেবা।
দেশের করোনাভাইরাসের লকডাইন চলা কালে গত ২৮ মার্চ ২০২০ ইং মাস্ক না পরার কারণে তিন বৃদ্ধদের সাথে অনাকাঙ্ক্ষিত আচরণের ফলে মণিরামপুরের সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) সাইয়েমা হাসানকে প্রত্যাহার করার পর দীর্ঘদিন সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) অফিসের এর অতিরিক্ত দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ সরিফী ২৮ মার্চ থেকে ২৮ জুন ২০২০ইং তারিখ পর্যন্ত। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ সরিফী প্রমোশন নিয়ে মনিরামপুর ত্যাগ করলে
নতুন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান এই অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন গত ২৮ জুন থেকে ১৩ আগষ্ট পর্যন্ত। তাদের এই অতিরিক্ত দায়িত্ব পালন কালে প্রায় অনিশ্চিত হয়ে পড়ে মনিরামপুর ভূমি সেবা।
অবশেষে দীর্ঘ ছয় মাস পর গেল বছর ১৩ আগষ্ট ২০২০ ইং নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোরশেদ আলম চৌধুরী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মণিরামপুরে যোগদান করায় আশার আলো দেখতে পান এই জনপদের ভুক্তভোগী জনসাধারণ। নবনিযুক্ত এসিল্যান্ড খোরশেদ আলম চৌধুরী যোগদান করেই উপজেলার প্রতিটি ইউনিয়নে বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে ডিজিটাল ভূমি সেবা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যেতে না যেতে মাত্র ৩ মাসের ব্যবোধানে তাকে ২৩শে নভেম্বর ২০২০ ইং তারিখ অজানা কারণে বদলি করা হয়। তার এই বদলির কারণ জানতে চাইলে কথা বলতে রাজি হননি এসিল্যান্ড খোরশেদ আলম চৌধুরী। তবে অফিস সূত্রে জানাযায় তাকে অফিসিয়াল নিয়ম অনুযায়ী বদলি করা হয়েছে। একই বছর পূর্ণরায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান ২৩ শে নভেম্বর থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) এর অতিরিক্ত দায়িত্ব পালন কালে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নতুন দায়িত্বে আসেন পলাশ কুমার দেবনাথ। তিনি ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডার । পলাশ কুমার দেবনাথ গত ১০ ডিসেম্বর এসিল্যান্ড হিসেবে মণিরামপুরে যোগদানের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, করোনাকালীন সচেতনতা বৃদ্ধি ও দুস্থদের মাঝে সরকারি খাদ্যসামগ্রী বিতরণ এবং অফিসে একধিক পেন্ডিং মামলার সমাধানে আলোচনায় আসেন।
তবে তার এই যোগদানের ৬ মাস যেতে না-যেতেই আবারো মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে। রোববার (২৩ মে) সিনিয়র সহকারী সচিব শাকিলা রহমান স্বাক্ষরিত একটি আদেশে তাকে বদলি করা হয়। দ্রুত তাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সমপদে যোগদানের জন্য বলা হয়েছে। জনস্বার্থে পলাশ দেবনাথ'কে বদলি করা হয়েছে বলে আদেশে বলা হয়েছে। তবে পলাশ দেবনাথের বিশেষ অনুরোধে তাকে ঢাকায় বদলি করা হয়েছে বলে জানান এসিল্যান্ড নিজেই।