বিশেষ প্রতিনিধিঃ
যশোর অভয়নগরের ৫নং শ্রীধরপুর ইউনিয়ন'র ২নং ইউপি সদস্য মোঃ হাকিম'র বিরুদ্ধে স্থাপনা নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ তুলে ১৮ মে (মঙ্গলবার) উর্ধতন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, ২নং ওয়ার্ডের খড় বটতলা এলাকার ৩২০নং দাগের একের এক খতিয়ান (খাস) জায়গাটার পার্শ্ববর্তী জমির মালিক তৌহিদুর রহমান, মোঃ তরিকুল ইসলাম, শহিদুল ও রাফেজা বেগম'র রাস্তায় ওঠার জন্য ব্যবহার করে আসছিলেন।
সাম্প্রতিক ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাকিম সেই খাস জায়গার উপর অবৈধ স্থাপনা (দোকান) নির্মাণ করে।
বিষয়টি উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস অবহিত হলে, উক্ত খাস জমির উপরে অবৈধ স্থাপনা অপসারণ করা কেন হবে না এই প্রসঙ্গে নোটিশ জারি করা হলেও তার কোন সঠিক জবাব পাওয়া যায়নি।
তবে ইউপি সদস্য মোঃ হাকিম জনপ্রতিনিধি হওয়ার সুবাদে তার স্থানীয় প্রভাব কাজে লাগানোর কারণে, এখন পর্যন্ত বিষয়টির কোন সঠিক সুরাহা হয়নি বলে জানায় ভুক্তভোগীরা।
তারা আরও জানান, স্থানীয় পর্যায়ে কোন সমাধান না হওয়ায় বাধ্য হয়ে, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও মন্ত্রণালয়, জেলা প্রশাসক যশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভয়নগর যশোর, উপজেলা ভূমি কর্মকর্তা , ইউনিয়ন ভূমি কর্মকর্তা (নায়েব) বরাবর লিখিত অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে। আমরা এর সমাধান চাই।
এবিষয়ে ইউপি সদস্য মোঃ হাকিম'র কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কারোর ব্যক্তি-মালিকানা জমি দখল করি নাই। রাস্তার পার্শ্ববর্তী সরকারি খাস জমিতে একটি দোকান নির্মাণ করছিলাম, তবে; বর্তমানে কাজটি বন্ধ আছে। একজন ইউপি সদস্য হয়ে সরকারি দখলকৃত খাস জমিতে ভবণ নির্মাণ তৈরীর সরকার কতৃক কোন অনুমোদন আছে কি না জানতে চাইলে তিনি সঠিক কোন সদুত্তর দিতে পারেননি ।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নারায়ণ চন্দ্র পাল বলেন,ইতিপূর্বে উক্ত রাস্তার খাস জমির উপর অবৈধ দখলদারদের নোটিশ করা হয়েছে। অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হবে।