সমসাময়িক ডেস্ক:
দুয়ারে কড়া নাড়ছে ঈদ-উল-ফিতর। গত বছরের মতো এবারও করোনা আবহে ঈদ উদযাপন করতে চলেছে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। চলমান দ্বিতীয় দফা লকডাউনের জেরে কর্মহীনতা, খাদ্যাভাব, অর্থাভাবসহ অন্যান্য অনেক সমস্যায় জর্জরিত সমাজের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা। ভূমিহীন, ঘরহীন ও খেটে খাওয়া মানুষের বসবাসের স্থান গুচ্ছগ্রাম। এসব হতদরিদ্র পরিবারের হাসি নেই মুখে; নেই আসন্ন ঈদের আমেজও।
এমন পরিস্থিতিতে ঈদকে সামনে রেখে তাদের মুখে হাসি ফোঁটাতে বৃহস্পতিবার মণিরামপুর উপজেলার গোবিন্দপুর গুচ্ছগ্রামের ৪০ হতদরিদ্র পরিবারের মাঝে যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলীর পক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল হক, দৈনিক সমসাময়িক অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক শাহ্ জালাল, দৈনিক আলোকিত সমাজ অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি তাজাম্মূল হুসাইন প্রমুখ।