03/16/2025 প্রায় সাড়ে চারশত বছর আগে চাঁচড়া রাজবংশেরগোড়াপত্তন হয় খেদাপাড়ায়
প্রায় সাড়ে চারশত বছর আগে চাঁচড়া রাজবংশেরগোড়াপত্তন হয় খেদাপাড়ায়
নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২১ ১৪:১৮
খাঁন আজম ছিলেন সম্রাট আকবরের একজন সেনাপতি,তিনি এক বছরের অধিক সময় বাংলায় ছিলেন।ভবেশ্বর রায় নামক একজন ক্ষত্রিয় খাঁন আজমের কর্মচারী ছিলেন। খাঁন আজম ভবেশ্বর রায়কে সৈয়দ পুর,ইমাদপুর,মুড়াগাছা ও মল্লিক পুর এই চারটি পরগণার সনদ দিয়েছিলেন। মূলতঃ বিদ্রোহ দমন করিতেই খাঁন আজম বাংলায় আসেন।তাই তিনি রাজা প্রতাপাদিত্যের মত দুর্দান্ত জমিদারের গতিবিধি লক্ষ্য করার জন্যই ভবেশ্বরকে থানাদার করে যশোহর রাজ্যের ঠিক উত্তর সীমায় ছাউনী করে থাকতে আদেশ দেন। সৈন্যবর্গের ব্যায় বহনের জন্য তাকে এই চারটি পরগণার সনদ দেয়া হয়। ভবেশ্বর রায় কেশবপুরের নিকট ভদ্রা নদীর অপর পাড়ে যেখানে প্রথম ছাউনী দিলেন সেখানে হাট বসিলো ,ভবেশ্বরের নাম অনুসারে হাটের নাম হলো ভবহাটি।তার দুই মাইল উত্তরে মাটির গড় করে যেখানে প্রথম বসবাস শুরু করলেন ,সে গ্রামের নাম হলো মূল গ্রাম। বর্তমান কেশবপুরের দুই মাইল উত্তরে এখনও মূলগ্রাম আছে। সেখানে ভবেশ্বরের গড় কাটা বাড়ীর চিহ্ন এখনো থাকতে পারে।১৫৮৮ সালে ভবেশ্বর রায় মৃত্যু বরণ করেন। ভবেশ্বরের দুই পুত্র মহতাব রায় ও বিনোদ সিংহ রায় । পিতার মৃত্যুর পর মহতাবরাম কিল্লাদারি পান।প্রতাপাদিত্যের সহিত মোঘল সংঘর্ষ ক্রমে ঘনীভূত হবার উপক্রম হলে মহতাব রায় মূল গ্রাম ত্যাগ করে ৮ মাইল উত্তরে খেদাপাড়া বাওড়ের পাশে গড় বেষ্টিত প্রকান্ড বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। এখন সে বাড়ির চিহ্ন নেই। তবে সেই সময়ের ইট চাড়া ইত্যাদি ধ্বংসাবশেষ খেদাপাড়া স্কুলের উত্তর পাশে মৎস্য অফিসের পেছনে রয়েছে। মহতাব রায় খেদাপাড়াতেই ছিলেন। মহতাব রায়ের কাকা ভবেশ্বরের ভাই যজ্ঞেশ্বর এখানে প্রথম দেবতার মূর্তি প্রতিষ্ঠা করেন। দেবতার সেবার জন্য প্রতাপাদিত্য তাকে প্রচুর সম্পত্তি দিয়েছিল। ১৬১০ ইনায়েত খাঁ যশোহর রাজ্যের ফৌজদার নিযুক্ত মহতাব রায়ের কিল্লাদারি বন্ধ করে রাজস্ব নির্ধারন করে প্রকৃত জমিদারিতে পরিনত করে দেয়া হয়।৭ বছর রাজত্ব করার পর ১৬১৯ সালে মহতাব রায়ের মৃত্যু হয়। মহতাব রায়ের পাঁচ পুত্র কন্দর্প রায়,গোপীনাথ, মধূসুদন,শ্রীরাম ও রাজারাম। কন্দর্প রায় জৈষ্ঠ এবং তিনিই জমিদারি পান।তিনি ১৬১৯ থেকে ১৬৫৮ সাল পর্যন্ত রাজত্ব করেন।রাজা কন্দর্প রায় খেদাপাড়া থেকে উঠিয়া ইমাদপুর পরগণার অন্তর্গত চাঁচড়া গ্রামে বসতি স্থাপন করেন। শহিদুজ্জামান মিলন ০১৭৪৭৫০০২৭২ তথ্য সূত্রঃ যশোর খুলনার ইতিহাস