03/16/2025 মণিরামপুরের রোহিতা ইউনিয়নের অসহায় ও দরিদ্রদের মাঝে আ’লীগ নেতার ঈদ সামগ্রি ও অর্থ বিতরণ
মণিরামপুরের রোহিতা ইউনিয়নের অসহায় ও দরিদ্রদের মাঝে আ’লীগ নেতার ঈদ সামগ্রি ও অর্থ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২১ ১৩:৫৯
নূরুল হক, মণিরামপুর (যশোর): সাবেক উপজেলা যুবলীগনেতা আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি শেখ মোহর আলীর অর্থায়নে এলাকার ৬ শতাধীক অসহায় নারী-পুরুষের মাঝে নগদ অর্থ ও চাল, ডাল, সেমাই, চিনি সাবানসহ বিভিন্ন পন্য সামগ্রি বিতরন করেছেন। বুধবার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে তিনি এসব পন্য সামগ্রি বিতরণ করেন। এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রুহুল আমিন মঞ্জু, সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস, আওয়ামীলীগ নেতা জয়নাল মোড়ল, মনোয়ার হোসেন, শিক্ষক নিমাই চন্দ্র মন্ডল, ইউপি সদস্য মহিতুল ইসলাম, আমিনুল ইসলাম শিল্পী, ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক আলাউদ্দিন হোসেন লিটন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আশরাফুল আলম, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সোহাগ হোসেন, যুগ্ন আহবায়ক নাজমুল হাসান নয়ন, ছাত্রলীগনেতা, আরিফুল ইসলাম, আল আমিন হোসেন, শামীম হোসেন জাহিদ হাসান জনি, মারুফ হোসেন, তাজুল ইসলাম শুভ, সাকিব হাসান বিজয়, আকাশ হোসেন, সাগর প্রমুখ। এছাড়াও ঈদ উপলক্ষে মোহর আলী রোহিতা ইউনিয়নের গ্রাম পুলিশ ও মৎসজীবিদের মাঝে নগদ অর্থ প্রদান করেন।