03/17/2025 টঙ্গীতে শিক্ষকদের মাঝে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
টঙ্গীতে শিক্ষকদের মাঝে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২১ ১৫:০১
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর: টঙ্গীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি গতকাল সোমবার কিন্ডারগার্টেন শিক্ষকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের উদ্যোগে ৬ শতাধিক শিক্ষকের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী, সহ-সভাপতি হাজী মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন হাওলাদার, মজিবুর রহমান মাষ্টার, সরকার নজরুল ইসলাম বিপ্লব, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, ছাত্রলীগ নেতা কাজী মঞ্জুর প্রমুখ।