আমি রণাঙ্গনের কবি,
যুদ্ধ যুদ্ধ মননে সাজাই শব্দের গোলাগুলি
আমি রণাঙ্গনের কবি,
যুদ্ধের মাঠ মোর, চিন্তার বাঙ্কারে,
বাক্যে বাক্যে গড়েছি দেয়াল
পুষ্পশরের ভয়ে!
আমি রণাঙ্গনের কবি,
ধরণীর উন্নয়ন যেন অবনয়ন সবি
আমি রণাঙ্গনের কবি,
জ্ঞান আর বিজ্ঞানে যুদ্ধ
যুক্তি আর প্রযুক্তির যুদ্ধ
ক্রিয়া আর প্রক্রিয়ার যুদ্ধ
গতি আর প্রগতির যুদ্ধ
শাসন আর প্রশাসনে যুদ্ধ
অন্ধ অন্ধ সব যুদ্ধে বন্ধ অন্ধ যুক্তির ফাঁদে
আমাকে করেছে কবি,
আমি হেঁটেছি যুগান্তরের পথে
আমি ভেসেছি জীবিত লাশের স্রোতে
আমি দেখেছি বয়সী যুগের পরে
আমি দেখেছি পথহীন রাস্তার
বাঁকে বাঁকে আবিষ্কার হত্যার
আমি দেখেছি ম্যাগজিন-মর্টার
আমি পেয়েছি তীক্ষ্ণ শুটার
আমার ক্লান্ত লাগে ভেবে
আমরা যাচ্ছি ক্রমাগত ডেবে
যুক্তি যুক্তি আর প্রযুক্তির যুদ্ধে
আমরা যাচ্ছি ক্রমাগত ডেবে।
আমি কবি, রণাঙ্গনের কবি
হৃদয় আমার রক্তহীন রক্তাক্ত লাল
প্রযুক্তির খেলা বয়ে এনেছে কাল
রণাঙ্গনের কবি
মৃত্যুহীন মরণে মরেছে সবি
আমি রণাঙ্গনের কবি।