03/17/2025 প্রবাসী কবি মোঃ তৈয়েবুর রহমান তাকিব এর কবিতা- গরীবের হক
প্রবাসী কবি মোঃ তৈয়েবুর রহমান তাকিব এর কবিতা- গরীবের হক
নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২১ ১২:১৫
যাকাত দানে সম্পদ বাড়ে
কোরান আছে লেখা,
ফেতরা যাকাত কবুল হলে
বদলে যাবে রেখা৷
ঈদের আগেই ফেতরা যাকাত
দিয়ে দিতে হবে,
সেই টাকাতে গরীব যারা
সুখে হয়তো রবে৷
ফেতরা যাকাত দাও দিয়ে দাও
ঈদের আগেই তুমি,
গরীব দুখীর বুকে টেনে
কপালে দাও চুমি৷
তোমার টাকায় হক যে আছে
গরীব আছে যারা,
সঠিক ভাবে যাকাত দিলে
খুশি হবে তারা৷
তাদের খুশিই প্রভুর খুশি
মনে রেখো সবে,
যথাযর্থ যাকাত দানে
মুক্তি মিলবে তবে৷