03/17/2025 অনুমোদন ছাড়াই ক্লিনিকের উদ্বোধন ও চলছে অপারেশন কার্যক্রম
অনুমোদন ছাড়াই ক্লিনিকের উদ্বোধন ও চলছে অপারেশন কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক
৮ মে ২০২১ ১৫:১২
স্টাফ রিপোর্টার:
পাইকগাছায় রেজিষ্ট্রেশন বা অনুমোদন ছাড়াই নতুন একটি ক্লিনিকের উদ্বোধন ও অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। কর্তৃপক্ষের চোখের সামনে এ ধরনের কার্যক্রম শুরু হলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। জানা যায়, খুলনা জেলার পাইকগাছা পৌরসভার প্রধান সড়কের পাশে একটি ভাড়া করা ঘরে রাসেল ক্লিনিক নামে একটি ক্লিনিক উদ্বোধন করা হয়। ক্লিনিকটি ৩ জন পার্টনারশীপে নিয়ে গড়ে তোলা হয়। যার ২ নং পার্টনার রোকনুজ্জামান মিঠুর ছেলে রাসেলের নামে নামকরণ করা হয়। অন্য পার্টনাররা হলেন, মোঃ লুৎফর রহমান ও মোঃ বালু সরদার। উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে নির্মানাধীন একটি দো-তলায় গত ৫ এপ্রিল এর উদ্বোধন করেন স্থানীয় এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু। এ ব্যাপারে জানতে চাইলে পার্টনার লুৎফর রহমান জানায়, সিভিল সার্জনের অনুমতি নিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। রোকনুজ্জামান মিঠু বলেন, এখানে সার্বক্ষনিক ৩জন ডাক্তার ডাঃ প্রিন্স (এ্যানাথেসিয়া), ডাঃ বরকত (সার্জন), ডাঃ তুহিন (চক্ষু), চার জন নার্স, তিনজন আয়া, ও দুজন ওয়ার্ডবয় দায়িত্ব পালন করছে। বুধবার সকাল সরেজমিনে গেলে সেখানে কোন ডাক্তার পাওয়া যায়নি। একজন নার্স পলি রোজারিও এবং রিসিপশনে অনুপমা দেবনাথকে দায়িত্ব পালন করতে দেখা যায়। তবে ঐদিন কয়েকটি ওয়ার্ডে ৭ জন অপারেশন রোগী ছিল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতিষ চন্দ্র গোলদার বলেন, রেজিষ্ট্রেশন না পেয়ে কোনভাবে ক্লিনিক চালু করা ঠিক নয়। খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহম্মদ বলেন, কোন ক্লিনিক বৈধ কাগজপত্র ছাড়া অপারেশন করলে সেটি আইনগত অপরাধ। কোন ক্লিনিক অনুমোদন দেয়ার এখতিয়ার আমার নেই। বিষয়টি সম্পুর্ন ডিজি মহাদয়ের এখতিয়ারাধীন। তবে রাসেল ক্লিনিকের নামে একটি আবেদন জমা পড়েছে। সরেজমিনে যেয়ে তার প্রতিবেদন দেয়া হবে।