মণিরামপুর পাবলিক লাইব্রেরির ভবন সংস্কার নিয়ে পরিচালনা পর্ষদের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
৮ মে ২০২১ ১৪:১৫
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর পাবলিক লাইব্রেরির ভবন সংস্কার নিয়ে পরিচালনা পর্ষদের এক মতবিনিময় সভা শনিবার (৮মে) বেলা ১১ টায় ও লাইব্রেরির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও মণিরামপুর পাবলিক লাইব্রেরির সভাপতি সৈয়দ জাকির হাসান সভায় সভাপতিত্ব করেন। এ সভায় লাইব্রেরির দ্বিতল ভবন নির্মাণ ও সংস্কার কাজের তদারকির জন্য উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি এবং সাধারন সম্পাদক প্রভাষক নূরুল হককে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মণিরামপুর পাবলিক লাইব্রেরির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, সাহিত্য সম্পাদক অধ্যাপক হোসাইন নজরুল হক, সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান রয়েল, নির্বাহী সদস্য শিক টি.এম সাইফুল আলম ও লাইব্রেরির তত্বাবধায়ক জমিরুল ইসলাম। এ সময় মণিরামপুর প্রেসকাবের সাধারন সম্পাদক শিক্ষক মোতাহার হোসেন, মণিরামপুর পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল আলীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিক্ষক অশোক কুমার বিশ্বাস, নির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মাদ বাবুল আক্তার, নির্বাহী সদস্য প্রভাষক সাজেদুর রহমান লিটু উপস্থিত ছিলেন।