4939
03/16/2025
কবি শাহিন সপ্তম এর লেখা কবিতা- প্রেম
কবি শাহিন সপ্তম এর লেখা কবিতা- প্রেম
নিজস্ব প্রতিবেদক
৬ মে ২০২১ ১৮:১০
প্রাণের তালে তল হারিয়ে সুরে ভাসি আজ
রূপ নেহারি রূপের জলে প্রাণ খোয়ানো লাজ
অনিকেত মন স্বেচ্ছাচারী প্রেম
বিবাগী ভালবাসা,
অহমজুড়ে
কেবল এখন
লজ্জা শুধু লজ্জা।
অবয়সী প্রেম, স্বেচ্ছাচারী প্রেম, তালে তল হারান সুর
শুভদৃষ্টির শুভক্ষণ কেন এত দূর
বই এর পাতায় লেখা নেই, তবুও অর্জিত অর্জনে
পথ চলি, তপ্ত-তরুণ
যৌবনে!
চুলের জোয়ারে, গলার ভাঁজ
কঠিনপ্রায় দেখা
তবুও ভাঁজে ভাঁজে
প্রাণ হারালো শখা।
নারীতে প্রেম
নারীতে শক্তি
নারীতে ভালবাসা
নারীর রূপেই এলো শেষে, মুক্তি মেদুর
সর্বনাশা!
রূপ নেহারি রূপের জলে প্রাণ খোয়ানো লাজ
আজো কেন মনে ভাসে চুলে ঢাকা ভাঁজ!
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]