কুয়াদা স্কুল এন্ড কলেজ'র সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম'র ইন্তেকাল! শোক
নিজস্ব প্রতিবেদক
৫ মে ২০২১ ১৩:২২
মোঃ ওয়াজেদ আলী।।
যশোরের কুয়াদা স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম (৭০) ইন্তেকাল করেছেন,(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। জানাযায় দীর্ঘদিন যাবত তিনি শারীরিক ভাবে অসুস্থতায় ভুগছিলেন। হঠাৎ তিনি সোমবারের দিন মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়লে ঐ দিন তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর আদ-দ্বীন হাসপাতালে H D U তে ভর্তি করেন। মঙ্গলবারের দিন মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়লে বুধবার ভোর রাতে আনুমানিক ৪ টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে যশোর আদ-দ্বীন হাসপাতালে H D U তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু কালে তিনি স্ত্রী ও ২ ছেলে অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মহরুমে জানাযা নামাজ বুধবার যোহর বাদ জামজামি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের জানাজা শেষে জামজামি গ্রামের নিজ পারিবারিক করব স্থান তাকে দাফন করা হয়েছে। মরহুমের জানাজা নামাজ পড়ান বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ মশিউর রহমান। মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন, নড়াইল জেলার জেলা দায়রা জজ মোঃ মারুফ হোসেন, জাতীয় রাজস্ব বোর্ড এর প্রথম শাহিদুজ্জামান লাভলু, মনিরামপুর উপজেলা ০৩ নং ভোজগাতী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক, ও কুয়াদা স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী এলাকার সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় মুসল্লীগণ। মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান কুয়াদা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ ও কুয়াদা স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী ও স্হানীয় ময়মুরুব্বিগণ।