03/16/2025 কবি শহিদুজ্জামান মিলন এর কবিতা- শ্রমজীবী
কবি শহিদুজ্জামান মিলন এর কবিতা- শ্রমজীবী
নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২১ ১৫:৪৯
শ্রমিক যারা এই সমাজে,
কষ্টে কাটে দিন।
কোন মুল্যে শোধ হবে?
তাদের কাজের ঋণ।
শক্ত হাতে বর্জ্র মুষ্টি,
গড়ছে দালান কোঠা।
সভ্য সমাজ তাদের দান,
সাক্ষী বিশ্ব গোটা।
ঘুরিয়ে চাকা নিচ্ছে মানুষ,
দেশ হতে দেশান্তরে।
ভাগ্যের চাকা ঘূর্ণিবিহীন,
বড় ব্যথা অন্তরে।
কামার কুমোর জেলে মুটে,
কেউ নগণ্য নয়,
যাদের দয়ায় চলছে বিশ্ব,
তাদের হোক জয়।