4748
03/16/2025
কবি সাজ্জাদ হোসেনের কবিতা- রহমতের রমজান
কবি সাজ্জাদ হোসেনের কবিতা- রহমতের রমজান
নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২১ ১০:০৩
রমজানেতে দয়াল খোদার করি গুণ গান,
সৃষ্টি সেরা মানুষ আমরা-খোদার মেহেরবান।
রমজানেতে দয়াল খোদা-দিয়েছে ঘোষণা,
ভবে যতো মানুষ আছো-চেয়ো সবে ক্ষমা।
রমজানেতে দয়াল খোদা দান করো সুমতি,
ধর্ম কর্ম পুষ্প পূণ্যে ভরে দিয়ো বসুমতি।
রমজানের মাহাত্ম্যে খোদা-ক্ষয় করো বিষবাষ্প,
মানব কাননে ফুটাও তুমি সুরভি পুষ্প।
ত্রিশ দিনের সিয়াম সাধনায় আসে খুশির ঈদ,
বিশ^ ভ্রাতৃত্বের বন্ধনে মজবুত সবার হৃদ।
রমজানের ঐ শুরু শেষে ওঠে শিশু চাঁদ,
সিয়াম সাধনায় খোদার নৈকট্য-আমার বড় সাধ।
রমজানেরই এক আমলে হাজার ফজিলত,
এক পলকে পার হবে কঠিন পুলসিরাত।
বিশ্ব উম্মাহ ধ্যানে-জ্ঞানে করো খোদার স্মরণ,
দেহ মনের শত্রুনাশে হবে জান্নাত বরণ।
আত্মশুদ্ধি-মানব সেবায় আল্লাহ বড়ো খুশি
দান খয়রাতের সওয়াব লিখতে অধিক লাগে মসী।
পিতা মাতার জীবিত পেয়ে-পেলো না যে ক্ষমা,
এমন অধম ধ্বংস হবেই; না করলে তওবা।
সংযমের এ পবিত্র মাসে সাশ্রয়ী হয়ো বেশি,
অনাথ দুখীর বিলিয়ে দান-ফুটাবো মুখে হাসি।
মন্দ ছেড়ে আমরা সবে গড়ব প্রীতি ভবে,
উঁচু-নীচু-বিভেদ ভুললে-সুখ আসবে তবে।
রমজানেতে আল্লাহর দয়া অধিক জানি ক্ষরণ,
দয়াল খোদা এই মাসেতে দিয়ো আমায় মরণ।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]