4745
04/20/2025
কবিতা নাম- মৃত স্বপ্নেরা, কবি শাহিন সপ্তম
Print
কবিতা নাম- মৃত স্বপ্নেরা, কবি শাহিন সপ্তম
নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২১ ০৯:৪৭
মৃত স্বপ্নেরা শাহিন সপ্তম
ভূগোলে বেঁচে আছি, ব-দ্বীপ অঞ্চল নেই মরুহাওয়া, কিংবা লাভার উদগীরণ চঞ্চল, অদ্ভুত মনঃকষ্ট, নেই আগ্নেয়গিরি নয়ত ভূমিকম্পন তবুও স্বপ্নেরা কেঁপে ওঠে, হৃদয়ে বাজে অনুরণন
মৃত স্বপ্নেরা হৃদয়ে বেঁচে থাকে শিলা, কাদা, ছাই আর গরম বাতাসে তারপর একদিন শুভক্ষণে ফেটে পড়ে, লাভার বদলে তেল আগুনের বদলে জল হয়ত, এনিয়মেই হয় ভাগ্য বদল তবুও ভূগোলে বেঁচে থাকে, ব-দ্বীপ অঞ্চল
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ:
৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল:
+৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল:
[email protected]
© ২০২৫ দৈনিক সমসাময়িক | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত