নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি।।

কোভিড-১৯ (করোনা ভাইরাস) মহামারী ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে শ্রমিক সংকটে পড়া কৃষকের সহযোগিতায় মাঠে নেমে ধান কেটে দিলেন মণিরামপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নিদের্শনা মোতাবেক মণিরামপুর উপজেলা ছাত্রলীগ এ ধান কেটে দিয়েছেন বলে জানিয়েছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার উপজেলার কাকুড়ী বিলে দরিদ্র কৃষক আব্দুল আজিজের ২ বিঘা জমির ধান কাটেন তারা।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান ও জামাল হোসেনের নেতৃত্বে ধান কাটায় অংশ নেয় উপজেলা ছাত্রলীগনেতা মাহমুদুল হাসান রকি, রমেশ দেবনাথ, জিএম রাসেল, নাজমুল হোসেন শান্ত, পৌর ছাত্রলীগনেতা সাইফুর রহমান অভি, অভি কন্ডু, রায়হান, মাহমুদুল হাসান, শাওন খান, মণিরামপুর সরকারী কলেজ ছাত্রলীগনেতা কামরুন হোসেন, জিএম তামিম হাসান, ইউনিয়ন ছাত্রলীগনেতা আল মামুন, রিমু হোসেন, বিএম রাজ, সুমন হোসেন, ছাত্রলীগনেতা উজ্জ্বল, ফয়সাল, আব্দুল্লাহ, বাদল, সাকীব, ইমন, রায়হান, আরিফুল, ইমন হোসেন ফারাব প্রমুখ।

এদিকে দিনভর কৃষকের ধান কেটে মণিরামপুর উপজেলা ছাত্রলীগ বিকালে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরন করেন। মঙ্গলবার বিকেলে ইফতার পুর্ব মুহুর্ত পর্যন্ত মণিরামপুর উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে এ ইফতার বিতরণ করা হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি তরুণ আওয়ামীলীগনেতা অ্যাড. বশির আহমেদ খান। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক বর্র্তমান উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিল্টন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমানসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মী।