মনিরামপুর সংবাদদাতা।।
করোনার দূর্যোগে মনিরামপুর উপজেলার (এস এস ডিও) ও নামের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে সোমবার মনিরামপুর বাজারের প্রধান কার্যালয়ের নিচতলায় (বোরহান উদ্দিন সার্জিক্যাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নিচে) মেইন রোডের পাশে ফ্রি সবজি বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক ফারুক আহমেদ লিটন এসময় উপস্থিত ছিলেন মনিরামপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক বোরহান উদ্দীন জাকির। এফএসডি ওর পরিচালক দেব বিশ্বাস, সহঃসভাপতি দিপ্ত মন্ডল, অন্যদের মধ্যে উপস্সথিত ছিলেন বৃষ্টি, জিহাদ, অভি, বিপুল, মাহমুদ।
সংস্হা টি তাদের নিজস্ব অর্থায়নে গরিব, ভ্যানচালক, দিনমজুর ও অসহায় ব্যক্তিদের মাঝে টমেটো, কাঁচা মরিচ,পেঁয়াজ, আলু, মিষ্টি কুমড়া, পুঁই শাক জাতীয় সবজি গ্রামে গ্রামে ভ্যানযোগে ফ্রি বিতরণ করেন।