04/20/2025 অভয়নগর উপজেলা ছাত্রলীগের ইফতার বিতরণ কর্মসূচি
অভয়নগর উপজেলা ছাত্রলীগের ইফতার বিতরণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২১ ১৬:৫২
বিশেষ প্রতিনিধি।।
শিল্প ও বন্দর নগরী নওয়াপাড়া পৌর এলাকায়,যশোর - খুলনা মহাসড়ক সংলগ্ন এলাকায়, ছিন্নমুল মানুষ, ভ্যান ও রিক্সা চালক, ইজিবাইক চালক সহ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে অভয়নগর উপজেলায়, নওয়াপাড়া পৌর এলাকায়, ছাত্রলীগের ইফতার বিতরন কর্মসূচীর শুভ সুচনা হয়েছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি পার্থ প্রতিম সুর, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের অন্যতম কার্যনির্বাহী সদস্য মির্জা জামিল আহমেদ তমাল, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজিব মোল্লা, সহ সম্পাদক তারিম আহমেদ ইমন প্রমুখ।
উক্ত কর্মসূচি শেষে ছাত্রলীগের পক্ষ থেকে পার্থ প্রতিম সুর এবং মির্জা তমাল একই মন্তব্য পোষণ করে বলেন নওয়াপাড়া পৌরসভার মানবিক মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত দাদার নির্দেশনায় আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।