04/20/2025 এখন তারা মৃত, অসম্ভব রকম অপ্রয়োজনীয় নাম হয়ত, বিস্মৃতও বটে
এখন তারা মৃত, অসম্ভব রকম অপ্রয়োজনীয় নাম হয়ত, বিস্মৃতও বটে
নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২১ ১৫:০৪
শাহিন সপ্তম।।
এখন তারা মৃত, অসম্ভব রকম অপ্রয়োজনীয় নাম। হয়ত, বিস্মৃতও বটে। কিছু দিন আগেও তারা স্বপ্ন দেখেছেন, হতাশা ব্যক্ত করেছেন, নিঃসঙ্গতার কথা বলেছেন, প্রত্যাশার কথা বলে আশান্বিত হয়েছেন অথচ আজ তারা হিসাবের বাইরে; এই বৈশাখে তাদের হিসাব নবায়ন হবে না! তাদের চলে যাওয়া যেমন সত্য, তেমনি দায়ও অনেক। এই দায় নিয়ে আমরা ভাবছি কিনা, তা নিশ্চিত নই। আমরা ক্রান্তিকাল পার করছি, একাল অতিক্রান্ত হলে আমাদের প্রত্যাশিত পৃথিবী দেখতে নাও পারি। হয়ত সংঘাত দেখব, কিংবা জিঘাংসা; নয়ত এমন এক পরিবর্তিত পৃথিবী দেখব, যেখানে মানুষ যন্ত্রের বিপরীতে লড়াই করবে, প্রযুক্তির বিষ পানে মৃত্যু হবে হাজারে হাজার! তবে নৈরাশ্যময় পৃথিবীর ছায়া আমাদের অনুসরণ করছে তা অনুমান করা যায়। এখন দায় নিয়ে ভাবা যাক; করোনাকালে আমরা বিভিন্ন অঙ্গণের প্রথিতযশা ব্যক্তিদের হারিয়েছি। হয়ত সংখ্যা আরো বাড়তে পারে। এই হারানোর হিসাব শুধু দেশে নয়, বিদেশেও চলছে। গড়পড়তা হিসাবে এমন এক শ্রেণির মানুষের বিদায় দ্রুততার সাথে হচ্ছে যারা নিজ নিজ দেশে বিবেক বিবেচিত হত। এই বিবেকের শুন্য স্থান পূরণ নিয়ে ভাবনাটাই আমাদের দায়। সম্প্রতি ঘটে যাওয়া দেশের ঘটনাবলী পর্যবেক্ষণ করলে দেখা যায় ধর্মনিষ্ঠা ও সাম্প্রদায়িকতার অর্থ লেজেগোবরে! এখন সাম্প্রদায়িকতাকে ধর্মনিষ্ঠা বিবেচনা করা হয়। এ সংখ্যা বাড়তে থাকবে, কারণ সাহস নিয়ে সত্য বলা, নায্য বলা অথবা জ্ঞান সাধনা করা কিংবা সত্যান্বেষণের বন্ধুর পথে হাঁটতে পারার মত মানুষের আয়ুষ্কাল ফুরিয়ে আসছে দ্রুত। তাদের রেখে যাওয়া জায়গা দখলে কোন প্রতিযোগিতা নেই, হয়ত ইচ্ছেও নেই। সস্তা জনপ্রিয়তার নেশায় মগ্ন প্রজন্ম আবিষ্কার-পুরস্কারে ভাসছে। হয়ত, চাঁদ; নয়ত, মঙ্গল-বুধ-বৃহস্পতির টানে পৃথিবী-প্রকৃতি হতচ্ছাড়া হতে চলেছে, অল্পবিস্তর হাতছাড়াও হচ্ছে! এই বোধ তৈরি করাটাই আমাদের দায়, আমাদের বেঁচে থাকার প্রতিদান। ভাল থাকুক আমার/আমাদের প্রিয় সাহিত্যিক-গবেষক-লেখক-অভিনেতা-উদ্যোক্তা-পেশাজীবী-চাকুরিজীবী-চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব--যারা এখন শুধুই মৃত!
লেখক,
ইউএনও শাহিন সপ্তম এর পুরো নাম
মোঃ আক্তার হোসেন শাহিন।
তিনি যশোরের মণিরামপুর উপজেলার কৃতি সন্তান। বর্তমান নরসিংদীর জেলার বেলাবো উপজেলায় ইউএনও হিসাবে কর্মরত আছেন।