03/16/2025 লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিরলস কাজ করছে অভয়নগর থানা পুলিশ
লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিরলস কাজ করছে অভয়নগর থানা পুলিশ
নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২১ ০৬:৪১
কে.এম আলী।।
প্রতিদিন করোনার ঝুঁকি মাথায় নিয়ে লকডাউনে সরকারি নিদর্শনা বাস্তবায়নে নিরলস কাজ করছে বাংলাদেশ পুলিশ। সরকারি নির্দেশনা বাস্তবায়নে পিছিয়ে নেই যশোরের অভয়নগর থানা পুলিশও।
নির্মম বাস্তবতাকে মেনে নিজের জীবনের পরোয়া না করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে নিরলস কাজ করে যাচ্ছেন অভয়নগর থানা পুলিশ। জনগনকে সচেতন করে সরকারি সকল নির্দেশনা বাস্তবায়ন করাটাই এখন তাদের মুল লক্ষ্য।
মানুষকে সচেতন করা, সামাজিক দুরত্ব বজায় রাখা সহ নানা ধরনের প্রসংসা মুলক কর্মকান্ডে প্রসংসিত হচ্ছে অভয়নগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে সদ্য যোগদান করা ওসি মোঃ মনিরুজ্জামান।
করোনা পরিস্থিতিতে পুলিশের কর্মকাণ্ডের বিষয়ে ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, দেশ মাতৃকার সেবা করার শপথ নিয়ে পুলিশের চাকুরীতে যোগ দিয়েছে দেশের মানুষের জন্য কাজ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য জনগনের সেবা করতে যেয়ে যদি মৃত্যুও হয় তবে এটাই আমার জন্য বড় প্রাপ্য।