03/16/2025 অভয়নগরে সাপ্তাহিক চলনবিলের আলোর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
অভয়নগরে সাপ্তাহিক চলনবিলের আলোর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২১ ০৫:৩৫
বিশেষ প্রতিনিধি।।
যশোরের অভয়নগরে সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১২ এপ্রিল (সোমবার) বাংলা এক্সপ্রেস২৪ এর যশোর অফিসে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
দৈনিক কালজয়ী পত্রিকার অভয়নগর সংবাদদাতা ও সম্মিলিত সাংবাদিক পরিষদের অভয়নগর যশোর'র সাংগঠনিক সম্পাদক কে.এম আলীর সঞ্চালনায় সম্মিলিত সাংবাদিক পরিষদের সাধারন সম্পাদক আসাদুজ্জামান লিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংবাদিক পরিষদ অভয়নগর যশোর'র সভাপতি মামবুবর রহমান নান্নু , প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ড. শিবপদ শুভ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক প্রতিবাদী কন্ঠের সম্পাদক মাহবুবুর রহমান-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় সাংবাদিকদের উপস্থিতিতে সাপ্তাহিক চলন বিলের আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি শেখ আলী আকবর সম্রাট কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন । উক্ত কেক কাটা অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত সাংবাদিক পরিষদ অভয়নগর যশোর'র কোষাধ্যক্ষ বাংলা এক্সপ্রেস২৪ এর ভ্রাম্যমাণ প্রতিনিধি মাওলানা আব্দুল্লাহ আলমামুন।