03/16/2025 শামচ্ছুন নাহার এর লেখা কবিতা "বদনা দাদু"
নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল ২০২১ ১৩:১১
বদনা দাদু বদনা দাদু কোথায় গেলে হারিয়ে? তোমায় খুঁজে পেলাম আমি মডার্ন বাথরুমের শাওয়ারে।
বদনা দাদু বদনা দাদু বদনা কেন বাদ? বদনা ছেড়ে শাওয়ার ধরেছো বদনার উপর হয়েছে কি রাগ?
পূর্ব পুরুষদের সকল কাজে বদনা ব্যবহার হতো, তুমিও তাদের মতো ছিলে এখন এগিয়ে গেলে এতো?
বদনা দাদু বদনা দাদু হাতে নেই কেন বদনা? ওজু বানাতে গোসল করতে সকল কাজে লাগতো আগে বদনা।
এখন যে ঘরের মধ্যে পানির কল তাতে আছে অঢেল জল, সকল কাজ যায় ঘরে সারা তাইতো আমি এখন বদনা ছাড়া।
এখন আমি মডার্ন দাদু কলের জলে দেখায় যাদু, বদনা দিয়েছি ফেলে চোখ গিয়েছে খুলে।