স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)।।
যশোরের মনিরামপুরে সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের আত্মার মাগফিরাত কামনায় বিএনপির পক্ষ থেকে তার কবর জিয়ারত করা হয়েছে ।
শনিবার সকাল ১১ টায় উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা জামেয়া ইমদাদীয়া মাদানীনগর মাদ্রাসায় মুফতি ওয়াক্কাসের কবর জিয়ারত শেষে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করে সান্তনা দেন। এজন্য মুফতি ওয়াক্কাসের পরিবারের পক্ষ থেকে তার ছেলে মাদ্রাসার বর্তমান মুহতামিম মুফতি রশিদ আহমদ, মুফতি সোয়াইল আহম্মদ, মুফতি হোসাইন আহম্মদ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামাস মিন্টু, নিস্তার ফারুক ছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারন সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি নিজাম উদ্দিন।
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও হুইপ মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ৩১ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তিকাল করেন। তার প্রতিষ্ঠিত জামেয়া ইমদাদীয়া মাদানীনগর মাদ্রাসায় বুধবার সন্ধ্যায় হাজারো মুসল্লিদের অংশগ্রহনে জানাজা নামাজ শেষে মসজিদের সামনে তাকে দাফন করা হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি প্রয়াত মুফতি ওয়াক্কাস ১৯৮৬, ১৯৮৮ এবং ২০০১ সালে যশোর-৫ মনিরামপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।