03/16/2025 অভয়নগরে ট্রেনে কেটে মটরসাইকেল আরোহীর মৃত্যু
অভয়নগরে ট্রেনে কেটে মটরসাইকেল আরোহীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২১ ১০:০৪
কে.এম আলী- বিশেষ প্রতিনিধি।।
যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে চঞ্চল হোসেন (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছেন। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার চেঙ্গুটিয়া এলাকার বালিয়াডাঙ্গা রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ‘চিত্রা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে এতে মোটরসাইকেল চালকের দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়।
নিহত চঞ্চল হোসেন যশোর সদর উপজেলার হামিদপুর এলাকার বাসিন্দা আতিয়ার মোল্যার ছেলে। তিনি শার্শা উপজেলা ভূমি অফিসে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনির মাধ্যমে লাশ যশোর হাসপাতাল মর্গে পাঠান।