03/16/2025 কেশবপুরের ছেলে এসআই হাসান আলী পিস্তলের গুলিতে আত্মহত্যা
কেশবপুরের ছেলে এসআই হাসান আলী পিস্তলের গুলিতে আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ ২০২১ ১৪:০১
বিশেষ প্রতিনিধি।। যশোরের কেশবপুর উপজেলার ছেলে এসআই হাসান আলী পাবনার আতাইকুলা থানায় কর্মস্থলে পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন। শনিবার দিবাগত রাতের কোনো একসময়ে থানার ছাদে এ ঘটনা ঘটে। রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জব্বার আলীর ছেলে হাসান আলী এ বছরের ৮ ফেব্রুয়ারি পাবনার আতাইকুলায় থানায় এসআই হিসেবে যোগ দেন। এর আগে বাংলাদেশ পুলিশে যোগ দেন গত বছরের ৬ ফেব্রুয়ারি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, রাতে খাবার খেয়ে থানার ব্যারাকের একটি কক্ষে ছিলেন এসআই হাসান আলী। রাত দেড়টার দিকে তিনি মোবাইল ফোনে কথা বলার জন্য থানার ছাদে যান। সেখানে তিনি রাতের কোনো একসময় তার নামে ইস্যুকৃত পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে থানার ছাদে মরদেহ পাওয়া যায়। তার আত্মহত্যার কারণ জানা যায়নি। পারিবারিক কলহ কিংবা পেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।