4043
03/16/2025
পাইকগাছায় গাঁজা ও ইয়াবাসহ তিনজন আটক
পাইকগাছায় গাঁজা ও ইয়াবাসহ তিনজন আটক
নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ ২০২১ ১২:৪৩
মোঃ মানছুর রহমান (জাহিদ)।।
খুলনা জেলার পাইকগাছা থানাধীন চাঁদখালির শাহাপাড়া জিরো পয়েন্টে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন পাইকগাছা থানা পুলিশ।১৭ই মার্চ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফীর নেতৃত্বে
আসামিদেরকে আটক করা হয়। জানা যায়, ১৭ মার্চ রাতে পাইকগাছা থানাধীন শাহাপাড়া গ্রামস্থ জিরো পয়েন্টের সবুজ গাইন(৩৩) পিং-মোস্তফা গাইন, সাং-শাহপাড়া, থানা- পাইকগাছা, জেলা- খুলনা এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর কতিপয় ভ্রাম্যমাণ মাদক ব্যবসায়ী, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা ক্রয়-বিক্রয় করিতেছে, এমন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানার ওসি এজাজ শফীর নেতৃত্বে এসআই (নি:) সুকান্ত কর্মকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিদ্বয় পালানোর চেষ্টা কালে ঘটনাস্থল হইতে আসামি ১। মোঃ গাউস গাইন (২৬)পিং-লুৎফর গাইন, সাং-শাহাপাড়া(গাইনপাড়া), থানা- পাইকগাছা, জেলা খুলনা ২। মোঃ শরিফুল ইসলাম (২২) পিং-তানজু সরদার,সাং-শাহাপাড়া(সরদার পাড়া),থানা-পাইকগাছা, জেলা-খুলনা ৩। মোঃ নাসির উদ্দিন (১৯),পিং-মোঃইউনুছ আলী সরদার,সাং-ইসলামপুর,থানা-কয়রা, জেলা-খুলনাদ্বয়কে আটক করা হয়। উল্লেখ্য, আসামি ১। মোঃ গাউস গাইন'র জিন্সের প্যান্টএর সামনের ডান পকেট হইতে পলিথিনে মোড়ানো তিন পিচ ইয়াবা ট্যাবলেট,২। মোঃ শরিফুল ইসলাম'র পরিহিত ট্রাউজার প্যান্ট সামনের বাম পকেট হইতে সাদা কাগজে মোড়ানো পাঁচগ্রাম গাঁজা,৩। মোঃ নাসির উদ্দিন'এর পরিহিত ট্রাউজার প্যান্ট এর পিছনের পকেট হইতে সাদা কাগজে মোড়ানো পাঁচগ্রাম গাজা পেয়ে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে তাদেরকে জব্দ করেন। আসামিদেরকে জিজ্ঞাসাবাদে, তাদের কাছে উদ্ধারকৃত উক্ত ইয়াবা ট্যাবলেট ও গাঁজার কথা স্বীকার করেন।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]